হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শরীরে পিশাচের ডিএনএ, তাই সন্তানদের মেরে ফেললেন বাবা

ভবিষ্যতে পিশাচ হয়ে উঠতে পারে দুই সন্তান। কারণ ‘পিশাচের’ সারপেন্ট ডিএনএ বহন করছে তারা। এই ভেবে দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই ঘটনায় ওই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ম্যাথু টেলর কোলম্যান। তাঁর বয়স ৪০ বছর। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন ক্যালিফোর্নিয়ায়। দুই সন্তানের বয়স মোটে ২ বছর এবং ১০ মাস।

ক্যালিফোর্নিয়ার পুলিশকে দেওয়া কোলম্যান জানিয়েছেন, কিউঅ্যানন এবং গুপ্তগোষ্ঠী ইলুমিনাতি-এর ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সেখান থেকে তিনি বুঝতে পারে, তার দুই সন্তানই ভবিষ্যতে পিশাচ হয়ে উঠতে পারে। পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাই তাদের হত্যা করে পৃথিবীকে রক্ষা করেছেন তিনি।

কোলম্যানের দাবি, তাঁর স্ত্রী সারপেন্ট ডিএনএর অধিকারী। যে ডিএনএ নরপিশাচ তৈরি করে। সেই ডিএনএ দুই সন্তানের দেহেও রয়েছে। 

অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহে দুই সন্তানকে নিয়ে ক্যাম্প করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান কোলম্যান। কিন্তু কোথায় ক্যাম্প করবেন, তা তিনি বলে যাননি। শুধু তাই নয়, এরপর থেকে ফোন বা মেসেজে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় কোলম্যানের স্ত্রীর সন্দেহ দানা বাঁধে। তিনি পুলিশে খবর দেন। শেষে ‘ফাইন্ড মাই আইফোন’ অ্যাপের মাধ্যমে কোলম্যানের অবস্থান জানতে পারে পুলিশ।

জানা গেছে, মেক্সিকোতে নিয়ে ২ বছর বয়সী এবং ১০ মাস বয়সী দুই সন্তানকে হত্যা করে ক্যালিফোর্নিয়ায় ফিরে আসছিলেন কোলম্যান। তখনই তাঁকে আটক করা হয়।

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প