হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বারমুডার দিকে যাচ্ছে হারিকেন ফিওনা, পুয়ের্তো রিকোতে নিহত ৮

প্রলয়ংকরী ঝড় ‘হারিকেন ফিওনা’ ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোর মধ্য দিয়ে বারমুডার দিকে অগ্রসর হচ্ছে। এ সময় ঝড়ের কবলে পড়ে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে আট ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

গত রোববার শক্তিশালী ফিওনার আঘাতে পুয়ের্তো রিকোতে ব্যাপক ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়েছে। পরের দুই দিনে ঝড়টি আরও শক্তিশালী হয়ে ডোমিনিকান রিপাবলিক এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে প্রবেশ করে।

স্থানীয় সময় বুধবার ফিওনা ঘণ্টায় ১৩০ মাইল বেগে প্রবাহিত হয়েছে। এটি বারমুডার দিকে অগ্রসর হতে হতে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার কানাডার আটলান্টিক উপকূলে পৌঁছাতে পারে ফিওনা।

ন্যাশনাল হারিকেন সেন্টারের ভারপ্রাপ্ত শাখা প্রধান এরিক ব্লেক বলেছেন, ‘বারমুডায় প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও সমুদ্রে উঁচু ঢেউ সৃষ্টি করে পশ্চিম দিকে এগিয়ে যাবে ফিওনা। বৃহস্পতিবার ফিওনা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করবে।’

তবে ঝড়টি দিক পরিবর্তন করে পূর্ব দিকেও প্রবাহিত হতে পারে এবং বারমুডায় আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছেন এরিক ব্লেক। তিনি বলেছেন, ‘কানাডার দিকে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে ফিওনার।’

কানাডার আটলান্টিক প্রদেশ নোভা স্কটিয়া এবং নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের দিকে ফিওনার গন্তব্য উল্লেখ করে তিনি রয়টার্সকে বলেন, ‘সেখানেই বড় ধরনের অঘটন ঘটাতে পারে ফিওনা।’

এদিকে পুয়ের্তো রিকোতে গতকাল বুধবার তাণ্ডব চালিয়েছে ফিওনা। ক্যারিবীয় দ্বীপটিতে প্রায় ৩৩ লাখ মানুষ বাস করে। ঝড়ের কারণে ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণের চেষ্টা করছে।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুয়ের্তো রিকোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য গতকালই তহবিল ঘোষণা করেছেন। 

ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্সেসের পরিচালক ডা. মারিয়া কন্টে মিলার বলেছেন, ‘ফিওনার কবলে পড়ে আট ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুও রয়েছে। শিশুটি অসুস্থ ছিল এবং তার মা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ঝড়ের কারণে গাছপালা ভেঙে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়লে তিনি আর হাসপাতালে যেতে পারেননি।’

এর আগে ২০১৭ সালে হারিকেন মারিয়া আঘাত হেনেছিল পুয়ের্তো রিকোতে। সেই ঝড়ে প্রায় ৩ হাজার মানুষ মারা গিয়েছিল। দুই সপ্তাহ ধরে দ্বীপবাসী বিদ্যুৎবিহীন ছিল। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ