হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পকে গুলি করা যুবক সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী সন্দেহভাজনকে শনাক্ত করেছে এফবিআই। গতকাল শনিবার ট্রাম্পকে গুলি করার কয়েক সেকেন্ডের মধ্যেই পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী ওই যুবককে গুলি করে হত্যা করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

এফবিআই জানিয়েছে, তারা হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করছে। গুলির ঘটনায় ট্রাম্পের কানে গুলি লাগা ছাড়াও সমাবেশে অংশ নেওয়া একজন মারা গেছেন এবং অন্য দুই দর্শক গুরুতর আহত হয়েছেন। 

প্রাথমিকভাবে পেনসিলভানিয়া রাজ্য ভোটার তালিকার রেকর্ডে দেখা গেছে, হামলাকারী ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান। আসন্ন ৫ নভেম্বরের নির্বাচনটিতে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। 

এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাটলারের যে সমাবেশে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখান থেকে ক্রুকস প্রায় এক ঘণ্টা দূরের বেথেল পার্ক এলাকায় বসবাস করতেন। আজ রোববার মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঘটনার পর বিশেষ নিরাপত্তার কারণে বেথেল পার্ক এলাকার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। 

২০২১ সালের ফেডারেল নির্বাচন কমিশনের ফাইলিং অনুসারে, ক্রুকস যখন ১৭ বছর বয়সী ছিলেন সে সময় তিনি ডেমোক্রেটিক পার্টির প্রচারণা সহযোগী অ্যাক্টব্লুকে (ActBlue) ১৫ ডলার দান করেছিলেন। এ বিষয়ে রাজনৈতিক ওই অ্যাকশন কমিটির সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দেয়নি। 

এদিকে ক্রুকসের বাবা ৫৩ বছর বয়সী ম্যাথিউ ক্রুকস সিএনএনকে বলেছেন—কী ঘটেছে তিনি তা বোঝার চেষ্টা করছেন। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলার পরই তিনি ছেলের বিষয়ে কথা বলবেন। 

পিটসবার্গ ট্রিবিউন-রিভিউ অনুসারে, টমাস ক্রুকস বেথেল পার্ক হাইস্কুল থেকে ২০২২ সালে স্নাতক হন। তিনি ‘জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগের’ পক্ষ থেকে ৫০০ ডলারের ‘তারকা পুরস্কার’ পেয়েছিলেন। 

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত একটি স্নাতক অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, ক্রুকস তাঁর হাইস্কুল ডিপ্লোমা গ্রহণ করছেন। অনলাইনে পোস্ট করা সেই অনুষ্ঠানের ভিডিওতে কালো গ্র্যাজুয়েশন গাউনে চশমা পরা ক্রুকসকে দেখা যাচ্ছে। এ সময় তিনি স্কুলের কর্মকর্তাদের সঙ্গে পোজ দিচ্ছিলেন। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। 

আইন প্রয়োগকারীৎ সংস্থাগুলোর মধ্যে এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, ‘আমরা এখন ফটোগ্রাফগুলো দেখছি এবং আমরা তার ডিএনএ এবং বায়োমেট্রিক জানার চেষ্টা করছি।’ 

ইউএসএ টুডে জানিয়েছে, ক্রুকসের ভোটার নিবন্ধন রেকর্ডে যে ঠিকানা দেওয়া আছে, সেই বাসভবনের বাইরে আইন প্রয়োগকারী সংস্থার কয়েক ডজন যানবাহন অবস্থান করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর এজেন্টরা ছাড়াও বোমা বিশেষজ্ঞরাও ছিলেন। বাড়িটিকে পুলিশের সতর্কীকরণ হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে। 

রয়টার্স তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে ক্রুকসের মতামত যাচাই করতে পারেনি। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্মগুলো থেকে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনো অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে কি না, সেই প্রশ্নেরও উত্তর পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ

ধনীদের মার্কিন নাগরিকত্ব দেবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’, মূল্য ১০ লাখ ডলার

মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের জন্য রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বাজেট