হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গেটস দম্পতির সংসার ভাঙার পেছনে জেফরে এপস্টেইন!

ঢাকা: শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী জেফরে এপস্টেইনের সঙ্গে বিল গেটসের চুক্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেলিন্ডা গেটস। আর এর জেরেই ২০১৯ সাল থেকেই বিল গেটসের সঙ্গে ডিভোর্স প্রক্রিয়া শুরু করেন তিনি । মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের অক্টোবরে ৫৬ বছর বয়সী মেলিন্ডা বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা করেন। মেলিন্ডা জানান, তাঁর স্বামীর সঙ্গে এপস্টেইনের চুক্তি নিয়ে ২০১৩ সাল থেকেই তিনি বিরক্ত।

২০১৯ সালের অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, এপস্টেইনের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় বিল গেটসের।

এ নিয়ে বিল গেটসের একজন মুখপাত্র তখন বলেন, জনহিতকর কাজকে কেন্দ্র করে তাঁরা ওই বৈঠক করেছিলেন।

শিশু পাচার এবং ধর্ষণের অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার হন এপস্টেইন। ওই বছরের আগস্টে তিনি জেলেই আত্মহত্যা করেন ।

গত সোমবার কিং কাউন্টিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, এই দম্পিতর সম্পদের পরিমান আনুমানিক ১৪৬ বিলিয়ন ডলার। ডিভোর্সের ঘোষণায় তাঁরা আর্থিক পরিকল্পনার কোনও প্রকাশ্য ইঙ্গিত দেননি। যদিও জোর দিয়ে বলেছেন, জনহিতকর কাজ অব্যাহত রাখতে তাঁরা পরস্পরকে সহযোগিতা করবেন। জানা গেছে, বৈবাহিক সম্পর্ক ভাঙলেও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ভাঙছে না। বিচ্ছেদের পর তাঁরা ফাউন্ডেশনের কো–চেয়ার এবং ট্রাস্টি হিসেবে থাকবেন বলে সংগঠনের একজন মুখপাত্র ই–মেইল বিবৃতিতে জানিয়েছেন।

ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রচুর সম্পদের মালিক হন।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম