হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গেটস দম্পতির সংসার ভাঙার পেছনে জেফরে এপস্টেইন!

ঢাকা: শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী জেফরে এপস্টেইনের সঙ্গে বিল গেটসের চুক্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেলিন্ডা গেটস। আর এর জেরেই ২০১৯ সাল থেকেই বিল গেটসের সঙ্গে ডিভোর্স প্রক্রিয়া শুরু করেন তিনি । মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের অক্টোবরে ৫৬ বছর বয়সী মেলিন্ডা বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা করেন। মেলিন্ডা জানান, তাঁর স্বামীর সঙ্গে এপস্টেইনের চুক্তি নিয়ে ২০১৩ সাল থেকেই তিনি বিরক্ত।

২০১৯ সালের অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, এপস্টেইনের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় বিল গেটসের।

এ নিয়ে বিল গেটসের একজন মুখপাত্র তখন বলেন, জনহিতকর কাজকে কেন্দ্র করে তাঁরা ওই বৈঠক করেছিলেন।

শিশু পাচার এবং ধর্ষণের অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার হন এপস্টেইন। ওই বছরের আগস্টে তিনি জেলেই আত্মহত্যা করেন ।

গত সোমবার কিং কাউন্টিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, এই দম্পিতর সম্পদের পরিমান আনুমানিক ১৪৬ বিলিয়ন ডলার। ডিভোর্সের ঘোষণায় তাঁরা আর্থিক পরিকল্পনার কোনও প্রকাশ্য ইঙ্গিত দেননি। যদিও জোর দিয়ে বলেছেন, জনহিতকর কাজ অব্যাহত রাখতে তাঁরা পরস্পরকে সহযোগিতা করবেন। জানা গেছে, বৈবাহিক সম্পর্ক ভাঙলেও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ভাঙছে না। বিচ্ছেদের পর তাঁরা ফাউন্ডেশনের কো–চেয়ার এবং ট্রাস্টি হিসেবে থাকবেন বলে সংগঠনের একজন মুখপাত্র ই–মেইল বিবৃতিতে জানিয়েছেন।

ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রচুর সম্পদের মালিক হন।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা