হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ

করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।

জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।

এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র‍্যাশ দেখা যায়।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র