হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে রাজনীতিকদের হত্যার ছক, এক এমপিকে হত্যার পর সন্দেহভাজন আটক

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ভ্যান্স বোয়েলটার। ছবি: কাউন্টি শেরিফের অফিস

যুক্তরাষ্ট্রের এক আইনপ্রণেতাকে তাঁর স্বামীসহ হত্যা এবং আরেক আইনপ্রণেতাকে হত্যাচেষ্টার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (বাংলাদেশ সময় সোমবার) আটক ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ভ্যান্স বোয়েলটার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রামসে কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ‘পুলিশের নিরলস চেষ্টায় খুনি এখন আমাদের হেফাজতে। তাঁকে ধরতে সহায়তাকারী সব সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে ঐক্যবদ্ধ থাকলে ন্যায়বিচার আরও এগিয়ে যাবে।’

গত শনিবার স্থানীয় সময় সকালে, পুলিশের ছদ্মবেশে এক বন্দুকধারী বাড়িতে ঢুকে রাজ্যসভার ডেমোক্র্যাট এমপি মেলিসা হোর্টম্যান এবং তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে সিনেটর জন এ হফম্যানের বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে আরেক আইনপ্রণেতা হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তির সঙ্গে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে, তার গাড়ি তল্লাশি করে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে। সেখানে আরও কয়েকজন রাজনীতিক এবং সরকারি কর্মকর্তার নাম রয়েছে।

হামলায় হোর্টম্যান দম্পতি নিহত হলেও প্রাণে বেঁচে যান হফম্যান দম্পতি। তবে, তাঁরা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও অন্যান্য তদন্ত সংস্থার তথ্যমতে, আটক ভ্যান্স বোয়েলটারই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।

দুই আইনপ্রণেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মিনেসোটায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা যুক্তরাষ্ট্রে আমরা কখনো মেনে নেব না।’

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার