হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিন থাকবেন না, কিন্তু স্বাধীন ইউক্রেন থাকবেই: ব্লিঙ্কেন

পুতিন যত দিন থাকবেন, তার চেয়েও অনেক অনেক বেশি দিন থাকবে ‘স্বাধীন ইউক্রেন’। ইউক্রেন টিকে থাকলেও পুতিন থাকবেন না। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

সিএনএনের সাংবাদিক উলফ ব্লিজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘প্রথমত, ইউক্রেন টিকে থাকবেই। স্বাধীন ইউক্রেন যত দিন টিকে থাকবে, ভ্লাদিমির পুতিন তত দিন টিকে থাকবেন না। অন্যভাবে বলতে গেলে, ইউক্রেন থাকবে কিন্তু একপর্যায়ে পুতিন থাকবেন না।’ 

ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যতটা সম্ভব মৃত্যু ও ধ্বংস ঠেকানোর চেষ্টা করছে।’   

ব্লিঙ্কেন আরও বলেন, ‘আসল প্রশ্ন হলো এই সময়ের মধ্যে রাশিয়ার আগ্রাসনের ফলে কী পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা। রাশিয়া যে সময়ে আগ্রাসন চালাচ্ছে, সেই সময়ে আমরা যুদ্ধ বন্ধ করতে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করছি।’ 

ইউক্রেনকে দেওয়া মানবিক সহায়তা প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা প্রতিদিনই ইউক্রেনকে সহায়তা দিতে যা যা করা সম্ভব তা করছি। প্রতিদিন রাশিয়ার বিরুদ্ধে যে চাপ প্রয়োগ করছি, তা কেবল যুদ্ধ বন্ধের জন্য।’ 

শিগগিরই ইউক্রেনে ধ্বংসলীলা শেষ হবে উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, ‘আমার আশা—মৃত্যু ও ধ্বংস তাড়াতাড়িই শেষ হবে।’ 

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প