হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে ছুটি, দুটি সংস্থার তহবিল বন্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর গতকাল শনিবার ভয়েস অব আমেরিকার (VOA) ১ হাজার ৩০০–এর বেশি কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিল বন্ধ করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎস বলেছেন, তাঁর প্রায় পুরো কর্মশক্তিকে ছুটিতে পাঠানো হয়েছে। ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদমাধ্যমের কার্যক্রম একপ্রকার অচল করে দেওয়া হচ্ছে।

তিনি লিংকডইনে এক পোস্টে বলেন, ৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকার কণ্ঠ থামিয়ে দেওয়া হলো। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

এদিকে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) ও রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বাতিল করেছে।

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি রাশিয়া, ইউক্রেনসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রচার করত। আর রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সংবাদ পরিবেশন করত।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী স্বৈরশাসনের দেশগুলোর নাগরিকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ সরবরাহকারী এই সংস্থাগুলোর কার্যক্রম বড় ধাক্কা খেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভয়েস অব আমেরিকার–এর সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি তাঁর অফিশিয়াল সিস্টেম ও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই–এ এক পোস্টে তিনি বলেন, ‘আমি সব সময় সত্যের পক্ষেই থেকেছি, যেকোনো সরকারের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট করেছি। যদি এটা কারও জন্য হুমকি হয়, তবে তাই হোক।’

ট্রাম্পপন্থী সাবেক সংবাদ উপস্থাপক কারি লেককে ভয়েস অব আমেরিকার–এর নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বলেছেন, ইউএসএজিএম আমেরিকার করদাতাদের জন্য একটি বিশাল বোঝা, এটি পুনর্গঠনযোগ্য নয়।

তিনি আরও বলেন, সংস্থাটিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হবে।

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, রাশিয়া এই সংস্থাটিকে ‘অগ্রহণযোগ্য সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়া–অধিকৃত ইউক্রেনের ভূখণ্ডে তাদের কনটেন্ট শেয়ার করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে।

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি বলেছেন, বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তান—এসব দেশে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ সত্যিকারের স্বাধীন সংবাদ সরবরাহ করে।

এর আগে গত শুক্রবার, ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম–সহ আরও ছয়টি ফেডারেল সংস্থার কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তাঁর প্রশাসনের দাবি, এই পদক্ষেপ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর জন্য নেওয়া হয়েছে।

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প