হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিজ কোম্পানিগুলোতে কেন অ্যাপলকে নিষিদ্ধ করার হুমকি দিলেন মাস্ক 

প্রযুক্তিজগতের অন্যতম শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক তাঁর কোম্পানিগুলোতে আইফোনসহ অ্যাপলের অন্যান্য পণ্য বা ডিভাইসের ব্যবহার বন্ধের হুমকি দিয়েছেন। গতকাল সোমবার তিনি তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে এক্সে শেয়ার করা এক টুইটে এই হুমকি দেন। মূলত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি এই হুমকি দিয়েছেন। 

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, তিনি এমন এক সময়ে এই হুমকি দিলেন, যার মাত্র কয়েক ঘণ্টা আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে অ্যাপল। 

মাস্ক মূলত অ্যাপলের তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আর এই বিষয়টিই উঠে এসেছে তাঁর টুইট থেকে। এরই পরিপ্রেক্ষিতে তিনি তাঁর কোম্পানিগুলোতে টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স, নিউরালিংকসহ আরও কয়েকটি অ্যাপলের তৈরি আইফোন ব্যবহার নিষিদ্ধের হুমকি দিয়েছেন। 

মাস্ক তাঁর টুইটে বলেছেন, ‘যদি অ্যাপল ওএস (অপারেটিং সিস্টেম) লেভেলে ওপেনএআইয়ের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে আমার কোম্পানিগুলোতে অ্যাপল ডিভাইসগুলো নিষিদ্ধ করা হবে। এটি নিরাপত্তার অগ্রহণযোগ্য লঙ্ঘন।’ গতকাল সোমবার অ্যাপল ঘোষণা দেয় যে, তারা তাদের সিরি সুবিধাটিতে চ্যাটজিপিটির সুবিধা রাখবে। 

ইলন মাস্ক তাঁর টুইটে আরও লেখেন, ‘অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার (ব্যবহারকারীর) গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক।’ টেসলার এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘অ্যাপলের কোনো ধারণা নেই যে, তারা ওপেনএআইয়ের হাতে আপনার (ব্যবহারকারীর) ডেটা তুলে দেওয়ার পর কী হবে। তারা আপনার সঙ্গে প্রতারণা করছে।’

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫ টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র