হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রকে সেনা পাঠানোর অনুরোধ হাইতির

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডের পর দেশটিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশটি। এ অবস্থায় দেশটির মূল অবকাঠামো সুরক্ষায় যুক্তরাষ্ট্রের কাছে সেনাসহায়তা চেয়েছে হাইতি সরকার।

নির্বাচনসংক্রান্ত মন্ত্রী ম্যাথিয়াস পিয়েরর বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানে হয়েছে, চলমান সহিংসতায় হুমকির মধ্যে রয়েছে দেশটির বিমানবন্দর, স্থলবন্দরসহ নানা স্থাপনা। দুর্বৃত্তরা এসব স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে হাইতি কর্তৃপক্ষ।

এদিকে সাহায্যের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। হাইতি সরকারের অনুরোধে ঘটনা তদন্তে সহায়তা ও নিরাপত্তার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হচ্ছে দেশটিতে।

হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি গতকাল শুক্রবার গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেশটির পরিস্থিতি এবং কীভাবে তাদের সাহায্য করা যায় তা পর্যবেক্ষণ করবেন। 

জেন সাকি আরও বলেন, প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার পরবর্তী পরিস্থিতিতে হাইতির জনগণকে সমর্থন দেওয়ার জন্য হাইতি ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নানা পরামর্শ করছে যুক্তরাষ্ট্র। 

৮ জুলাই হাইতির পুলিশপ্রধান জানান, প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আমেরিকান ও কলম্বিয়ার নাগরিকদের সমন্বয়ে গঠিত ২৮ জনের একটি টিম। তাঁদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বাকি আটজন এখনো পলাতক।

অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে হাইতির রাষ্ট্রদূত বোচিত এডমন্ড। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে লেখা এক চিঠিতে এ আবেদন জানান তিনি।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানান, স্থানীয় সময় বুধবার ভোররাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্ট লেডিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে হাইতিতে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানিয়েছেন যে তিনি বর্তমানে দেশটির দায়িত্বে রয়েছেন।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প