হোম > বিশ্ব > পাকিস্তান

জলদস্যুদের থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়া ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এ নিয়ে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সফল উদ্ধার অভিযান পরিচালনা করল ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে জলদস্যুদের কবল থেকে ১৭ জন ইরানি নাবিককে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজটি। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তারা বেশ কয়েকটি জাহাজ ও নাবিকদের কাছ থেকে বিপদে পড়ার সংকেত পেয়েছে।

সাম্প্রতিক আক্রমণগুলোর ফলে ওই অঞ্চলে জলদস্যুরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আইএনএস সুমিত্রাকে সোমালিয়ার পূর্ব উপকূল এবং এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজটি ২৮ জানুয়ারি একটি বিপৎসংকেতে সাড়া দেয় এবং একটি ইরানি পতাকাবাহী জাহাজকে সামনে পায়। এরপর ভারতীয় নৌ কর্মকর্তারা বলপ্রয়োগের মাধ্যমে ওই জাহাজ এবং তার ক্রুদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করেন।

উদ্ধারের পর ১৭ ক্রু নিয়ে ইরানি জাহাজটি ফের যাত্রা করে। তবে বিবৃতিতে জলদস্যুদের সর্বশেষ অবস্থা উল্লেখ করা হয়নি।

গত মঙ্গলবার আরও একটি ইরানি পতাকাবাহী মাছ ধরার জাহাজ শনাক্ত করে আইএনএস সুমিত্রা এবং মুক্ত করার জন্য পদক্ষেপ নেয়। এই অভিযানেও জলদস্যুদের সর্বশেষ অবস্থার কথা জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে পেছনে হাত বাঁধা কয়েকজন ব্যক্তিকে পাহারা দিতে দেখা গেছে ভারতীয় নৌ কর্মকর্তাদের।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া