হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের ভাতিজা পিটিআই নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা হাসান খান নিয়াজিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

আজ সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা। তবে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনী এই গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি। পিটিআই নেতা হাসান দলটির কারাবন্দী চেয়ারম্যান ইমরান খানের ভাতিজা। 

এ বিষয়ে আজ-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন হাফিজুল্লাহ খান নিয়াজি। তিনি লিখেছেন, ‘আশা করছি, এই গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গ করা হবে না।’ 

 ২০২২ সালের ৭ জুন দল ও দলের চেয়ারম্যানের আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হাসান খান নিয়াজি। সরকারের স্বৈরাচারী কৌশল এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপগুলোকে মোকাবিলা করার জন্য তাঁকে নিয়োগ দিয়েছিল পিটিআই। 

তবে গত ৯ মে ইমরান খান প্রথমবারের মতো গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে তাঁর সমর্থকেরা সহিংস পরিস্থিতির সৃষ্টি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীগুলো। গ্রেপ্তার এড়াতে সেই সময় থেকেই আত্মগোপনে ছিলেন হাসান খান নিয়াজি। 

লাহোরে অবস্থিত সেনা অধিনায়কের বাসভবন জিন্নাহ হাউসে হামলা চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল হাসান নিয়াজির বিরুদ্ধে। 

পিটিআই থেকে হাসানের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও দলের অনেক নেতাই এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। 

একটি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ-নিউজ জানিয়েছে, অ্যাবোটাবাদে একটি কারাখানার ভেতর আত্মগোপন করে থাকা অবস্থায় হাসানকে গ্রেপ্তার করা হয়।

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ