হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট (লাহোর) প্রাঙ্গণে ইমরান খান ও বুশরা বিবি। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার ইসলামাবাদের একটি দায়রা আদালত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা বা ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেন। বিচারক নাসির জাভেদ রানা এই রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুসারে, ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ছয় মাস এবং বুশরাকে তিন মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে।

পিটিআই নেতা ওমর আইয়ুব, শেখ ওয়াক্কাস আকরামসহ অনেকে এই রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। দলটির অন্তর্বর্তী চেয়ারম্যান গহর আলী খান জানান, উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার প্রক্রিয়া কয়েক দিনের মধ্যেই শুরু হবে। পিটিআই নেতারা ইমরান ও বুশরা বিবিকে নির্দোষ দাবি করে বলেন, এই রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ এক বক্তব্যে বলেন, ‘চুরি করার সময় হাতেনাতে ধরা পড়া ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী ইমরান খান।’

তিনি বলেন, এই রায় ইমরান খানের জন্য প্রাপ্য শাস্তি এবং এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আল-কাদির ট্রাস্ট মামলাটি সাধারণত ১৯০ মিলিয়ন পাউন্ড মামলা নামে পরিচিত। ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) থেকে পাকিস্তান সরকারের কাছে পাঠানো প্রায় ৫০ বিলিয়ন রুপি আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটির তহবিলের সঙ্গে মিলিয়েছিলেন।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন