হোম > বিশ্ব > পাকিস্তান

পিটিআই ধ্বংসের চেষ্টা করছে সেনাবাহিনী, অভিযোগ ইমরানের

পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।

গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ। 

পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে। 

ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে। 

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন