হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে মার্কিন কনস্যুলেট

রয়টার্স

ছবি: এএফপি

পাকিস্তানের লাহোর শহরের আকাশে ড্রোন বিস্ফোরণ ও ভূপাতিত হওয়ার ঘটনা এবং হঠাৎ আকাশসীমায় হামলার আশঙ্কায় কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, লাহোরের প্রধান বিমানবন্দরের আশপাশের কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রাথমিক তথ্যও তারা পেয়েছে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে গত বুধবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ৩১ জন নিহত হয়েছে। পাল্টা হামলায় ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে অন্তত ১২ জন নিহত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সামরিক উত্তেজনার মধ্যে এমন সতর্কতামূলক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সরকার দাবি করেছে, বৃহস্পতিবার ভারতের পাঠানো ২৫টি ড্রোন তারা নিজ দেশের আকাশসীমায় শনাক্ত করে ভূপাতিত করেছে। অপরদিকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান তাদের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়েছে।

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে এই সর্বশেষ সংঘাত পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা উদ্বেগকে নতুন করে বাড়িয়ে তুলেছে। লাহোরের মতো ঘনবসতিপূর্ণ শহরে সামরিক উত্তেজনার ছায়া পড়ায় সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক মিশনের সদস্যদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন