হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে মার্কিন কনস্যুলেট

রয়টার্স

ছবি: এএফপি

পাকিস্তানের লাহোর শহরের আকাশে ড্রোন বিস্ফোরণ ও ভূপাতিত হওয়ার ঘটনা এবং হঠাৎ আকাশসীমায় হামলার আশঙ্কায় কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, লাহোরের প্রধান বিমানবন্দরের আশপাশের কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রাথমিক তথ্যও তারা পেয়েছে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে গত বুধবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ৩১ জন নিহত হয়েছে। পাল্টা হামলায় ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে অন্তত ১২ জন নিহত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সামরিক উত্তেজনার মধ্যে এমন সতর্কতামূলক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

পাকিস্তান সরকার দাবি করেছে, বৃহস্পতিবার ভারতের পাঠানো ২৫টি ড্রোন তারা নিজ দেশের আকাশসীমায় শনাক্ত করে ভূপাতিত করেছে। অপরদিকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান তাদের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়েছে।

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে এই সর্বশেষ সংঘাত পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা উদ্বেগকে নতুন করে বাড়িয়ে তুলেছে। লাহোরের মতো ঘনবসতিপূর্ণ শহরে সামরিক উত্তেজনার ছায়া পড়ায় সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক মিশনের সদস্যদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া