হোম > বিশ্ব > পাকিস্তান

তরুণদের নিয়ে দল সাজাবেন ইমরান খান

একের পর এক নেতার পদত্যাগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এ ছাড়া দলের হাজারো কর্মী-সমর্থক বর্তমানে কারাগারে। এমনকি নিষিদ্ধও হতে পারে পিটিআই। পাশাপাশি গত ৯ মে গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকেরা সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালানোয় ইমরানের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। যেকোনো মুহূর্তে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আপনি হয়তো মনে করছেন, এই মুহূর্তে দল নিয়ে আমার বড় সংকট চলছে। কিন্তু আমি তা মনে করি না।’ লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে অবস্থান করছেন ইমরান খান। সেখানেই চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

এ সপ্তাহে পিটিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীসহ দুই ডজনেরও বেশি নেতাকে দল থেকে হারিয়েছেন ইমরান। গ্রেপ্তার এড়াতেই তাঁরা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতিতে কীভাবে দল চালাবেন তিনি। জবাবে ইমরান বলেন, ‘প্রথমত শূন্য হওয়া পদ পূরণ করব। আর এ ক্ষেত্রে তরুণ ও নতুন নেতৃত্ব আনা হবে। তবে তারাও গ্রেপ্তার হতে পারেন। এসব সরকারের সন্ত্রাসী কার্যক্রম।’

এর আগে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি একটা কমিটি গঠন করব। এই কমিটি সরকারের যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সরকারের কাছে আমার প্রতিনিধিরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এক. তারা যদি মনে করে আমি রাজনীতি ছাড়লে তাদের দাবি অনুযায়ী দেশের কল্যাণ হবে, তাহলে আমি রাজনীতি ছাড়ব। দুই. অক্টোবরে নির্বাচন হলে তা দেশের জন্য কতটা উপকারী? তারা যদি আমাদের এ দুটি বিষয়ে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সবকিছু মেনে নেব।’

উল্লেখ্য, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর সমর্থকেরা দেশটির বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় নানা সামরিক স্থাপনায়। এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও পিটিআই নেতা-কর্মীরা ভাঙচুর চালান। ইতিমধ্যে ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মামলায় বিভিন্ন মেয়াদে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান