হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১, আহত ৩৫

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজ শনিবার বন্দর নগরী করাচির ছয়তলা ভবনের শপিং মলটির চতুর্থ তলায় ঘটে এ অগ্নিকাণ্ড। এ সময় ৬০ জনেরও বেশি মানুষ মলের ভেতরে ছিল বলে জানা গেছে।

উদ্ধারকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শাহিদ হুসেইন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত ৩৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

শাহিদ হুসেইন জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।

ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিধি ঠিকভাবে মেনে চলা হয় না বলে পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচরই ঘটে বলে অভিযোগ রয়েছে। করাচির পশ্চিমে বালদিয়া শহরে ২০১২ সালে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ জন শ্রমিক নিহত হয়েছিল। আগুন লাগলে দ্রুত বের হওয়ার জন্য কোনো দরজা ছিল না সেই ভবনে।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন