হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮০

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৫৮০ জন ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক আরও কয়েক হাজার। ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবল বন্যায় সৃষ্ট এই আকস্মিক বন্যায় প্রায় ১০ লাখ মানুষ সরাসরি ভোগান্তির শিকার হয়েছেন। দেশটিতে গত তিন সপ্তাহে স্বাভাবিক সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চলমান এই বন্যায় দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান ভয়াবহ এই বন্যার মধ্যেই দেশটির আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দেশটির ওই সব প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 

এর আগে, গত ৬ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মৃত্যু হয়েছিল ৫৪৯ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বিষয়টি নিশ্চিত করেছে। চলমান বন্যায় প্রাণহানি ছাড়াও ৪৬ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ।

পাকিস্তান সরকারে বিভিন্ন সংস্থা জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা ক্যাম্প স্থাপন করেছে সেনাবাহিনী। খাদ্য ও ওষুধ সরবরাহ করা ছাড়াও বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

দুর্গত এলাকা পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘বন্যাদুর্গতদের ত্রাণ দিতে ও পুনর্বাসন করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ 

তিন দশকের মধ্যে গত মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তানে বার্ষিক গড়ের চেয়ে ৩০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন