হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা 

পাকিস্তানের করাচিতে জাপানি নাগরিকদের গাড়িকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী বোমা হামলা করেছেন এক সশস্ত্র বাহিনীর সদস্য। আজ শুক্রবার আত্মঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ জাপানি নাগরিক। হামলাকারীর সঙ্গে থাকা এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। 

দিন দিন জঙ্গি সহিংসতা বেড়ে চলেছে পাকিস্তানে। কয়েক দিন আগেও চীনা অভিবাসীদের ওপর ঘন ঘন হামলা করা হয়েছে। 

করাচি পুলিশের মুখপাত্র আবরার হুসেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। এই পাঁচ জাপানি কর্মকর্তা তাঁদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন। আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যান এবং দ্বিতীয়জন ক্রসফায়ারে নিহত হন।’

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসনা হায়াশী বলেন, ‘একজন জাপানি নাগরিক নিশ্চিতভাবে আহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানে বসবাসরত জাপানি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে জাপান।’ 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক পথচারী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

আত্মঘাতী হামলায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর মার্চে বেইজিং-সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। চীনা বিনিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচিত পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোয়াদর বন্দরের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী অন্তত সাত জঙ্গিকে হত্যা করার কয়েক দিন পর এ হামলা চালানো হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে শত শত কোটি ডলার ঢেলেছে বেইজিং। কিন্তু এতে বেলুচিস্তান প্রদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চীনা নাগরিকেরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন