হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতে নামতে না পেরে অসুস্থ বাংলাদেশিকে নিয়ে পাকিস্তানে গেল সৌদি বিমান

সৌদি আরবের উড়োজাহাজ পরিবহন সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ এক বাংলাদেশি যাত্রীসহ পাকিস্তানের বন্দরনগরী করাচিতে জরুরি অবতরণ করেছে। এই ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাচ্ছিল। মূলত ভারতে নামার অনুমতি না পাওয়ার কারণেই করাচিতে নামতে বাধ্য হয় ফ্লাইটটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ঢাকা থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই ৪৪ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সে সময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক উড়োজাহাজটির এক কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন, মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে উচ্চ রক্তচাপের কারণে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল একপর্যায়ে রোগীর নাম ও জাতীয়তা জানতে চান। বাংলাদেশি মুসলিম পরিচয় জানার পর তাঁরা উড়োজাহাজটিকে নামতে দিতে অস্বীকার করেন।

অবশ্য ওই কর্মকর্তার এই দাবির সত্যাসত্য যাচাই করতে পারেনি জিও নিউজ।

পরে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শ অনুসারে উড়োজাহাজের পাইলট পাকিস্তানের করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে নামার অনুমতি চান। অবশেষে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করাচি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন অথোরিটির চিকিৎসকেরা দ্রুত আবু তাহেরকে চিকিৎসা দেন। পরে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে নিয়েই ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে রওনা হয়।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া