হোম > বিশ্ব > পাকিস্তান

ভোট গণনার মুহূর্তে যে অবস্থায় আছে পাকিস্তান

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজ বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। সকাল ৮টা থেকে ভোট প্রদান শুরু করার পর বিকেল ৫টায় তা শেষ হয়। 

এবারের নির্বাচনে নওয়াজ শরিফের পিএমএল-এন, বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ ছোট বড় ১৪টি দল অংশ নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে জেলের ভেতরে রেখেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইমরানের দল পিটিআইকে কোনো প্রতীকও দেয়নি নির্বাচন কমিশন। ফলে এই দলের প্রার্থীরা স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ইমরান খানের দল পিটিআইয়ের পক্ষ থেকে সমর্থকদের চূড়ান্ত ফল না দেওয়ার আগ পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নিতে বলা হয়েছে। 

নির্বাচন প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, পুরো নির্বাচনে মাত্র ৭৬টি অভিযোগ জমা হয়েছে। তবে এসব অভিযোগের বেশির ভাগই বিভিন্ন ভোটকেন্দ্রে রাজনৈতিক কর্মীদের সংঘর্ষের মতো কিছু সাধারণ ঘটনা বলে জানিয়েছে কমিশন। 

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার জানিয়েছেন, নির্বাচনে বিপুল মানুষের ভোট পড়েছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সাধারণ মানুষের এই অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন তিনি। 

পাকিস্তানের নির্বাচন নিয়ে আল জাজিরা লাইভ প্রতিবেদন প্রকাশ করছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরের পরিস্থিতি জানিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের অনেক মানুষই মনে করছেন এবারের নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতির আমূল কোনো পরিবর্তন হবে না। 

ইমরান খানকে নির্বাচন থেকে দূরে রাখার বিষয়টি তাঁর সমর্থকদের ক্ষুব্ধ করেছে। শায়ান ভাট্টি নামে এক ভোটার আল জাজিরাকে বলেছেন, ‘তিনি (ইমরান খান) আমার নেতা। তাঁকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। তাঁর স্ত্রী এবং দলের অসংখ্য নেতা-কর্মীকেও বন্দী করে রাখা হয়েছে।’ 

এদিকে সাধারণ পাকিস্তানিদের অনেকেই মনে করছেন, গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরা নওয়াজ শরিফ এই নির্বাচনে জয়ী হতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে নিয়ে অনেক বিতর্ক থাকলেও গত কয়েক সপ্তাহেই নির্বাচনী মাঠে নিজের সুদৃঢ় অবস্থান গড়তে সক্ষম হয়েছেন তিনি। এবার জয়ী হলে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ, এমনটাই ধারণা করা হচ্ছে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া