হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে হাজারো মানুষের বিক্ষোভ 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার পিটিআই সমর্থক। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত বছরের আগস্ট থেকে দুর্নীতিসহ নানা অভিযোগে কারাবন্দী ইমরান খান। তাঁর মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 

ইদ্দত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে গত জুলাইয়ে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। পরে তাদের সেই মামলায় খালাস দেওয়া হয়। সেসময় তাদের কারামুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তোশাখানা মামলায় ইমরান খানকে নতুন করে গ্রেপ্তার দেখায় পাকিস্তানের দুর্নীতি দমন বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। যদিও আগের দুটি তোশাখানা মামলায় তাঁর সাজা এরই মধ্যে বাতিল করা হয়েছে। এ ছাড়া সাইফার মামলায়ও তিনি খালাস পেয়েছেন। 

গতকালের সমাবেশে পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, ‘পিটিআই নেতা–কর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। কোনো বাধা আমাদের দমাতে পারবে না।’ 

শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও শেষের দিকে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করার ব্যাপারে আগে থেকেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পিটিআইয়ের নেতা–কর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ করেননি। তখন পিটিআই কর্মীদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। 

পুলিশের দাবি, পিটিআই কর্মীরাই আগে ইট–পাটকেল ছুড়তে শুরু করে। এতে জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) শোয়েব খানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তখন বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআইয়ের কর্মীদের হটিয়ে দেয়।

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

ইমরান খানকে মেরে ফেললে কী প্রতিক্রিয়া হয়, দেখতে চেয়েছে সরকার—বোনের দাবি

বোনের সঙ্গে ২০ মিনিটের আলাপে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা হলো বোনের

নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে ইমরানের দলের বিক্ষোভের ডাক

ইমরান খানের এমন কিছু ঘটেছে, যা পরিবর্তন করা যাচ্ছে না—ছেলেদের আশঙ্কা

পাকিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ফিনল্যান্ড

অনিশ্চিত ভবিষ্যৎ: পাকিস্তান রাষ্ট্রে নিজেদের উপেক্ষিত মনে করছে তরুণেরা