হোম > বিশ্ব > পাকিস্তান

পাক সেনাপ্রধানকে পদত্যাগের আহ্বান জানানোয় সাবেক মেজরের ছেলের জেল

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পদত্যাগের আহ্বান জানানোয় দেশটির অবসরপ্রাপ্ত এক মেজর জেনারেলের ছেলেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। বিবিসি উর্দুর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসি উর্দুর বরাত দিয়ে এএনআইর প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে একটি চিঠি লিখেছিলেন সাবেক সেনা জেনারেলের ওই ছেলে। চিঠিতে সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে বাজওয়ার প্রতি আহ্বান জানানো হয়। 

 প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে পাক সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির সমালোচনা করার দায়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহেদি আসকারির ছেলে হাসান আসকারিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।  চলতি বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় ইসলামাবাদের হাইকোর্টে।

 সামরিক আদালতে বেসামরিক নাগরিকের বিচার হতে পারে কি-না, সেটি নিয়ে বিতর্কের তৈরি হয়েছে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন