হোম > বিশ্ব > পাকিস্তান

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইমরান খানকে দ্বিতীয় দফা নোটিশ

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয় দফা নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, কেন তিনি দেশটির স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় পর্বের আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মালাকান্দের জনসমাবেশে যোগ দিয়েছিলেন তার জবাব দিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করাচিভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে ভোটাভুটির ঠিক আগে ইসিপির জেলা মনিটরিং অফিসার মালাকান্দ জনসমাবেশে উপস্থিত থাকার বিষয়ে ‘জবাবদিহি’ করতে ইমরান খানকে নোটিশ জারি করেছে। তবে ইমরান খান ছাড়াও দেশটির ফেডারেল মন্ত্রী আলি জাইদি, মুরাদ সাইদ এবং অন্যদের বিরুদ্ধেও দ্বিতীয় দফা নোটিশ জারি করা হয়েছে। 

এর আগে গত সোমবার ইমরান খানকে এ ধরনের আরও একটি নোটিশ দেওয়া হয়। তখনো পাকিস্তানের নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনের প্রাক্কালে মালাকান্দ জেলায় একটি জনসমাবেশে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ‘জবাবদিহি’ করতে বলে আরেকটি নোটিশ দিয়েছিল। 

তবে, ইসিপি এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনার প্রতিক্রিয়ায় জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। 

এদিকে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন ভিন্নমতের এমপি বলেছেন, তাঁরা ‘তাঁদের বিবেক অনুযায়ী’ ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে ভোট দেবেন।

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার