হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান। 

স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। 

মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত। 

পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। 

মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান। 

কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

ইমরান খানকে মেরে ফেললে কী প্রতিক্রিয়া হয়, দেখতে চেয়েছে সরকার—বোনের দাবি

বোনের সঙ্গে ২০ মিনিটের আলাপে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা হলো বোনের

নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে ইমরানের দলের বিক্ষোভের ডাক

ইমরান খানের এমন কিছু ঘটেছে, যা পরিবর্তন করা যাচ্ছে না—ছেলেদের আশঙ্কা

পাকিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ফিনল্যান্ড

অনিশ্চিত ভবিষ্যৎ: পাকিস্তান রাষ্ট্রে নিজেদের উপেক্ষিত মনে করছে তরুণেরা