হোম > বিশ্ব > পাকিস্তান

নতুন অভিযোগে ফাঁসিও হতে পারে ইমরান খানের

রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগে তিন বছরের কারাদণ্ড ও রাজনীতিতে পাঁচ বছরের নিষেধাজ্ঞা নিয়ে জেলে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান। পরে উচ্চ আদালতে তাঁর সাজা স্থগিত হয়ে যায়। 

রাষ্ট্রীয় গোপন নথি-সংক্রান্ত আরেকটি মামলায় এখনো জেলে আছেন ইমরান। এর মধ্যে তাঁর বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের সর্বোচ্চ সাজাও হতে পারে বলে দাবি করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। 

আজ বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মে প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাক রেঞ্জারস। এ ঘটনার জের ধরে রণক্ষেত্রে রূপ নেয় পাকিস্তানের বিভিন্ন শহর। পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। 

সে সময় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালান ইমরানের সমর্থকেরা। একাধিক সরকারি ভবনসহ রাওয়ালপিন্ডিতে সেনাসদর দপ্তরেও হামলা চালানো হয়। এই ঘটনাতেই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। 

এই বিষয়ে লাহোর পুলিশের তদন্ত কর্মকর্তা আনুশ মাসুদ জানিয়েছেন, গত ৯ মে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল তাতে ষড়যন্ত্রে জড়িত ছিলেন পিটিআই নেতা ও সমর্থকেরা। সেদিনের ঘটনা নিয়ে পুলিশ পূর্ণ তদন্ত করেছে এবং প্রমাণ পাওয়া গেছে যে সামরিক বাহিনীর ওপর হামলা ও বিক্ষোভে উসকানি দেওয়ার মদদ দিয়েছিলেন ইমরান খান। তদন্তকারী দল তাদের অভিযোগপত্র লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে জমা দেবে। 

ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। যার মধ্যে তোষাখানা মামলা অন্যতম। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার সরকারি কোষাগার বা তোষাখানায় জমা না করে বিক্রি করে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। 

এদিকে, ইমরান কারাগারে থাকা অবস্থায়ই পাকিস্তানের জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছে দেশটির নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া