হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত

পাকিস্তানের সড়কে সেনাবাহিনীর টহল। ছবি: এএফপি

পাকিস্তানে সামরিক চৌকিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলা অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আফগান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এতে হামলাকারীদের ছয় সদস্যের মৃত্যু হয়। ভয়েস অব আমেরিকা এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বিদ্রোহীরা সামরিক চৌকির ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তখন তারা বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সামরিক চৌকিতে আঘাত করে। এতে দেয়ালের একটি অংশ ধসে পড়ে ও আশপাশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।’

স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ছয়জন সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এই হামলার জন্য তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে পরিচিত নিষিদ্ধ ‘খাওয়ারিজ’ গোষ্ঠীকে দায়ী করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এরা প্রায়ই খাইবার পাখতুনখাওয়ায় সীমান্তবর্তী এলাকায় সেনা ও পুলিশ বাহিনীর ওপর আক্রমণ চালায়।

গতকাল রাতে এই হামলার দায় স্বীকার করেছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতা হাফিজ গুল বাহাদুর। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ থেকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন টিটিপি। এরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে সহিংসতা চালাচ্ছে।

টিটিপি ও অন্যান্য পাকিস্তানবিরোধী গোষ্ঠীগুলি যেন ওপার থেকে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে তালিবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

তবে পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে তালিবান সরকার। তাদের দাবি, আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী নেই।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (সিআরএসএস) জানিয়েছে, চলতি বছর সশস্ত্র বিদ্রোহীদের সহিংসতায় বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এক হাজার ১০০-এর বেশি পাকিস্তানি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

বেলুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এলাকা। চীনের অর্থায়নে সম্প্রতি এই অঞ্চলে বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তানে নতুন সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, এই সামরিক অভিযানের সময়সূচি বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন