হোম > বিশ্ব > পাকিস্তান

সাইফার মামলায় খালাস পেলেও মুক্তি পাবেন কি ইমরান খান

রাষ্ট্রীয় গোপন নথির মামলা, যা সাইফার মামলা নামে পরিচিত, তাতে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। আজ মঙ্গলবার শুনানি শেষে এই মামলায় তাঁদের খালাস দেন ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় চলতি বছরের জানুয়ারিতে দেশটির এক বিশেষ আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন। 

সাইফার মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশি মুক্তি পাবেন এমন সম্ভাবনা কম। কারণ, তাঁদের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও একাধিক মামলা আছে। যেগুলোতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা দায়ের করা হয়। 

তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার পর এবং এরপর সাইফার, ইদ্দত তথা অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। মূলত, অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েও কারাগারে থাকবেন। একইভাবে, কুরেশিও ৯ মে রাষ্ট্রীয় ও সেনা স্থাপনায় ভাঙচুরসংক্রান্ত আটটি মামলার আসামি, যার মধ্যে কেবল দুটিতে তিনি খালাস পেয়েছেন। এ দুই নেতাই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। 
 
এদিকে, এই রায়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খান বলেছেন, ‘ভিত্তিহীন মামলা অবশেষে পরিণতিতে এসেছে এবং পিটিআই প্রতিষ্ঠাতা শিগগির মুক্ত হয়ে বের হয়ে আসবেন। এই রায়ের পর ইমরান খানের আইনজীবী আলী জাফর এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইমরান খান অন্য মামলাগুলোতেও খালাস পাবেন। আমরা এই বিজয় উদ্‌যাপন করব।’ 

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস রয়টার্সকে বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে বলেন যে, খান যে কোনো সময় মুক্তি পাবেন বিষয়টি এখনই বলা হলে তা হবে আগাম মন্তব্য। উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরও কয়েকটি মামলা আছে এখনো। 

সূত্র: জিও নিউজ

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন