হোম > বিশ্ব > পাকিস্তান

বৃহৎ শিল্পের ওপর বিশাল করারোপ পাকিস্তান সরকারের

বড় শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের ওপর ১০ শতাংশ পর্যন্ত করারোপ করেছে পাকিস্তান সরকার। দেশটির প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরে বিদ্যমান করের বাইরেও অতিরিক্ত ১ লাখ কোটি রুপি আয়ের লক্ষ্য থাকায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মুসলিম লিগের (নওয়াজ) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে দ্য ডনের এই প্রতিবেদন থেকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন—এই সিদ্ধান্তের ফলে দেশটির অর্থনীতি চাঙা হওয়ার পরিবর্তে আরও ঝিমিয়ে পড়তে পারে। 

গত শুক্রবার দেশটির পার্লামেন্টে অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানান, আগামী অর্থবছরে ধনী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের থেকে কর বাবদ অতিরিক্ত ২০ হাজার কোটি রুপি, বড় শিল্পপ্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৮ হাজার কোটি রুপি আয় করতে চায় সরকার। 

 ‘সুপার ট্যাক্স’ নামে এই করের আওতায় সিমেন্ট, ইস্পাত, চিনি, টেক্সটাইল, তেল ও গ্যাস, সার, এলএনজি, রাসায়নিক, কোমলপানীয়, সিগারেট, গাড়ি এবং ব্যাংকসহ ১৩টি খাতে এই কর আরোপের কথা উল্লেখ করা হয়। তবে, এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানকে লাভ-লোকসানের হিসাবের ভিত্তিতে ৪ শতাংশ পর্যন্ত দারিদ্র্য মোকাবিলা কর দিতে হবে। 

গত শুক্রবার অর্থমন্ত্রীর বক্তৃতার আগে রেকর্ডকৃত বক্তৃতায় শাহবাজ শরিফ বলেন, ‘দেশে গরিবেরা দিনে দিনে গরিব হচ্ছে, তাদের কষ্টের শেষ নেই। অন্যদিকে ধনীরা আরও ধনী হচ্ছে। এ অবস্থায় গরিবের দুরবস্থা কমাতে ধনীদের বেশি কর দেওয়ার কোনো বিকল্প নেই।’ 

অর্থমন্ত্রীর নতুন করনীতি ঘোষণার পর এক টুইটে পাকিস্তান বিজনেস কাউন্সিল জানিয়েছে, ‘আগের ইতিহাস থেকে বলা যায়, এ কর বাস্তবায়ন হবে না। কারণ, তা বাস্তব সম্মত নয়।’

সমালোচকেরা বলছেন, ‘আইএমএফের ঋণ পেতে বিভিন্ন দিক আমলে না নিয়েই এ সুপার ট্যাক্স ঘোষণা করা হয়েছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমবে। অর্থনীতি চাঙা না হয়ে ঝিমিয়ে পড়বে। ফলে গরিবের দুর্দশা না কমে বাড়বে।’

পাকিস্তান সরকার বর্তমানে আইএমএফ থেকে ৬০০ কোটি ডলার ঋণ পেতে চেষ্টা করছে। উভয় পক্ষ এরই মধ্যে কয়েক দফা বৈঠক করে। কিন্তু শর্তে একমত না হওয়ায় তা বারবার পিছিয়ে যায়। সর্বশেষ গত সপ্তাহের বৈঠকে আইএমএফের উল্লেখযোগ্য সব শর্তই মেনে নিতে সম্মত হয় দেশটির সরকার। 

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন