হোম > বিশ্ব > পাকিস্তান

সিন্ধুর আশ্রয়কেন্দ্রে ৪৭ হাজার অন্তঃসত্ত্বা নারী

বন্যাকবলিত পাকিস্তানের সিন্ধু প্রদেশের আশ্রয়কেন্দ্রগুলোতে কমপক্ষে ৪৭ হাজার অন্তঃসত্ত্বা নারী আশ্রয় নিয়েছেন। সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী ডা. আজরা পেচুহো এ পরিসংখ্যান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম ডন। 

ডন নিউজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ডা. আজরা বলেছেন, ‘বন্যার পর লাখ লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। সিন্ধু প্রদেশে ডায়রিয়ায় ১ লাখ ৩৪ হাজার এবং ম্যালেরিয়ায় ৪৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সিন্ধুতে শ্বাসকষ্টের রোগীসহ অন্যান্য রোগীর সংখ্যাও বাড়ছে।’ 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি জেলা প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। লাখ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্দশার মধ্যে আছেন কৃষক ও গৃহহীন মানুষ। 

গত ৩০ আগস্ট জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ইউএনএফপিএ জানিয়েছে, পাকিস্তানে অন্তত ৬ লাখ ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এর মধ্যে প্রায় ৭৩ হাজার নারী এ মাসেই সন্তান প্রসব করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যার কারণে মাতৃ স্বাস্থ্যসেবা ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়েছে। 

বন্যায় কমপক্ষে ১০ লাভ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে ইউএনএফপিএ। সংস্থাটি বলেছে, সেপ্টেম্বর মাসে সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা ৭৩ হাজার নারীর জন্য জরুরি প্রসূতি সেবা ও নবজাতকের সেবা সহায়তা প্রয়োজন। 

বন্যার কারণে পাকিস্তান সরকার গত ২৫ আগস্ট জরুরি অবস্থা জারি করেছে। বন্যায় এ পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। 

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন