হোম > বিশ্ব > পাকিস্তান

সিন্ধুর আশ্রয়কেন্দ্রে ৪৭ হাজার অন্তঃসত্ত্বা নারী

বন্যাকবলিত পাকিস্তানের সিন্ধু প্রদেশের আশ্রয়কেন্দ্রগুলোতে কমপক্ষে ৪৭ হাজার অন্তঃসত্ত্বা নারী আশ্রয় নিয়েছেন। সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী ডা. আজরা পেচুহো এ পরিসংখ্যান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম ডন। 

ডন নিউজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ডা. আজরা বলেছেন, ‘বন্যার পর লাখ লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। সিন্ধু প্রদেশে ডায়রিয়ায় ১ লাখ ৩৪ হাজার এবং ম্যালেরিয়ায় ৪৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সিন্ধুতে শ্বাসকষ্টের রোগীসহ অন্যান্য রোগীর সংখ্যাও বাড়ছে।’ 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি জেলা প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। লাখ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্দশার মধ্যে আছেন কৃষক ও গৃহহীন মানুষ। 

গত ৩০ আগস্ট জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ইউএনএফপিএ জানিয়েছে, পাকিস্তানে অন্তত ৬ লাখ ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এর মধ্যে প্রায় ৭৩ হাজার নারী এ মাসেই সন্তান প্রসব করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যার কারণে মাতৃ স্বাস্থ্যসেবা ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়েছে। 

বন্যায় কমপক্ষে ১০ লাভ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে ইউএনএফপিএ। সংস্থাটি বলেছে, সেপ্টেম্বর মাসে সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা ৭৩ হাজার নারীর জন্য জরুরি প্রসূতি সেবা ও নবজাতকের সেবা সহায়তা প্রয়োজন। 

বন্যার কারণে পাকিস্তান সরকার গত ২৫ আগস্ট জরুরি অবস্থা জারি করেছে। বন্যায় এ পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। 

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন