হোম > বিশ্ব > পাকিস্তান

পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ 

পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদার এলাকায় মসজিদের ভেতরে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৯৪ জন। আজ শুক্রবার এই হামলা চালানো হয়। স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসীম খান বলেন, আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। 
 
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ইজাজ আহসান বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই হামলাকারী নগরীর কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এক পুলিশ সদস্য নিহত হন এবং আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পুলিশ অফিসার ওয়াহেদ খান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

বিস্ফোরণে আহত শায়ান হায়দার বলেন, ‘আমি আমার চোখ খুলে দেখি সর্বত্র ধুলো এবং মরদেহ।’

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন