হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানজুড়ে বিক্ষোভ ইমরান খানের দলের 

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি, ফলাফল পাল্টানো ও দলের জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগে দেশব্যাপী বিক্ষোভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল রোববারের এ কর্মসূচি থেকে অসংখ্য নেতা-কর্মীকে আটকের ঘটনাও ঘটেছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের সমর্থক ও কর্মীরা কর্মসূচি সফল করতে রাস্তায় নেমে আসেন গতকাল রোববার। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অর্থসহায়তা বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে চিঠিও লিখেছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে পুলিশ বেশ কয়েকজন পিটিআইয়ের কর্মীকে গ্রেপ্তার করেছে। রাওয়ালপিন্ডিতে শহরে প্রবেশ করতে বাধা দেওয়ার পরে পিটিআইকর্মী ও পুলিশ মুখোমুখি হয়েছিল। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের দক্ষিণ পাঞ্জাবের প্রেসিডেন্ট মইন রিয়াজ কুরেশি এবং মুলতানের প্রেসিডেন্ট মালিক আদনান ডোগারকে বিক্ষোভের সময় গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে, একই অভিযোগে ও ‘গণতন্ত্র শক্তিশালী করতে’ গত ২ মার্চ দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে পিটিআই। সেই প্রতিবাদে শামিল হতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছিল দলটি। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ইমরান খানের দলের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও সবচেয়ে বেশি সংখ্যক আসন যায় তাদের দখলে। কিন্তু দলটির অভিযোগ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ইচ্ছা করেই তাদের প্রার্থীদের হারিয়ে দিয়েছে। 

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দী থাকা আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়েছিল গত ৬ মার্চ। তবে পাকিস্তানের পুলিশ ও কাউন্টার টেররিজম বিভাগ (সিটিডি) যৌথ চেষ্টায় এ হামলা বানচাল করে দেয়।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া