হোম > বিশ্ব > পাকিস্তান

কোভ্যাক্স থেকে ফাইজারের লক্ষাধিক ডোজ টিকা পেল পাকিস্তান

ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।

এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।

কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।

গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার