হোম > বিশ্ব > পাকিস্তান

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

পাকিস্তান থেকে দেশে ফেরার পথে দুবাই এয়ারপোর্টে পুলিশ সদস্যদের সঙ্গে অনিজাহ (সর্বডানে)। ছবি: দ্য ইনডিপেনডেন্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন ৩৩ বছর বয়সী অনিজাহ অ্যান্ড্রু রবিনসন। গত বছরের অক্টোবরে তিনি পাকিস্তানের করাচিতে যান এবং নিদাল আহমেদ মেমন নামের ১৯ বছর বয়সী এক কিশোরের সঙ্গে দেখা করে তাঁকে বিয়ে করতে চান। তবে ওই কিশোরের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তিনি প্রত্যাখ্যাত হন।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, অনিজাহের ৩০ দিনের ভিসার মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হয়ে গিয়েছিল। তবে তিনি পাকিস্তান ছাড়তে অস্বীকৃতি জানান। তাঁর এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; বিশেষ করে ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

চার মাস পর পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সেই নারী অবশেষে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার করাচি থেকে তিনি একটি ফ্লাইটে চড়েন। এর আগে স্থানীয় পুলিশ তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, একটি মেডিকেল বোর্ড অনিজাহকে ভ্রমণের উপযোগী ঘোষণা করলে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। করাচির মার্কিন কনস্যুলেটের কর্মীরা তাঁকে দেশে ফেরানোর জন্য রাজি করান এবং তাঁর টিকিটের ব্যবস্থাও করেন।

তবে এই অদ্ভুত ঘটনার নতুন মোড় এসেছে গতকাল সোমবার। কারণ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিজাহকে দুবাইয়ে দেখা গেছে বলে দাবি করা হয়।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাঁর ফ্লাইটটি দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তবে ইনস্টাগ্রামের একটি ক্লিপে দেখা যায়, তিনি দুবাইয়ের রাস্তায় একদল হাস্যোজ্জ্বল পুরুষের সঙ্গে সেলফি তুলছেন।

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘রবিনসন (অনিজাহ) দুবাইয়ে নতুন ভক্তদের আকৃষ্ট করেছেন।’

জানা গেছে, পাকিস্তানে অবস্থানকালে একটি অদ্ভুত সংবাদ সম্মেলন করেন অনিজাহ। এই সম্মেলনে তিনি পাকিস্তান সরকারের কাছে ১ লাখ ডলার বা তারও বেশি অর্থ দাবি করেন। তিনি জানান, এই অর্থ দেশের গুরুত্বপূর্ণ সেবা, অবকাঠামো এবং স্থানীয় পরিবহন উন্নতির জন্য ব্যবহৃত হবে।

আরেকটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘প্রতি সপ্তাহে দুই হাজার ডলার বা তার বেশি চাই। পাঁচ থেকে দশ হাজার ডলার চাই এখানে থাকার জন্য এবং সরকারকে তাৎক্ষণিকভাবে এই দাবি পূরণ করতে হবে।’

অনিজাহের এসব বক্তব্য পরে টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন