হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল নরওয়ের পার্টিয়েট সেন্ট্রাম

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর শাসনামলে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এই ঘোষণা দেয়।

পিডব্লিউএ একটি অ্যাডভোকেসি গ্রুপ। এটি গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে পার্টিয়েট সেন্ট্রাম জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে—এমন ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তাঁর কাজের জন্য মনোনীত করেছি।’

২০১৯ সালেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রতিবছর নরওয়েজিয়ান নোবেল কমিটি শতাধিক মনোনয়ন পেয়ে থাকে। এর মধ্য থেকে আট মাসের দীর্ঘ প্রক্রিয়ায় বিজয়ী নির্বাচন করা হয়।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। গত জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটি তাঁর বিরুদ্ধে চতুর্থ বড় মামলা, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

এর আগে রাষ্ট্রীয় উপহার বিক্রি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও অবৈধ বিয়ের তিনটি মামলায় দেওয়া দণ্ড আদালত বাতিল বা স্থগিত করে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান