হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতীয় হামলায় পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের ৭ বছরের পুত্র নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

নিহত সাত বছর বয়সী ইরতিজা আব্বাস তুরি। ছবি: সংগৃহীত

পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন বেসামরিক এলাকায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তার ৭ বছর বয়সী পুত্রসহ নিহতদের তালিকায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাঁর ছোট ভাই রয়েছেন। আজ বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান হামলায় নিহত সাত বছরের ইরতিজা আব্বাস তুরি পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। নিহত ইরতিজার ছবি এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতীয় এই হামলার বিষয়ে আজ বুধবার দিনের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিবৃতি দেন পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি জানান, ভারতীয় বিমান হামলায় এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। মুজাফফরাবাদ, কোটলি, মুরিদকে ও আহমদপুর শরকিয়ার মতো এলাকাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

আহমেদ শরিফ চৌধুরীর তথ্যমতে, কোটলির আব্বাস মসজিদের পাশে অবস্থিত একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে নিহত হন ২২ বছর বয়সী মিসবাহ কাউসার ও তাঁর ছোট ভাই উমর মুসা। মিসবাহ কোটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

হামলায় পাকিস্তানের পূর্ব আহমদপুরের সুবহানুল্লাহ মসজিদে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন বছর বয়সী দুই কন্যাশিশু, ৭ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৩৭ জন। আহতদের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।

মুজাফফরাবাদের বিলাল মসজিদে নিহত হয়েছেন ৩ জন। সেখানে ১ জন কন্যাশিশু ও ১ জন শিশুপুত্র আহত হয়েছে।

মুরিদকের উম্মুল কুরা মসজিদে ৩ পুরুষ নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন ১ জন।

এ ছাড়া হামলায় নীলম-ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পের নোসেরি বাঁধেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান