হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শীতে জবুথবু সৌদি আরব, তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে

ছবি: সংগৃহীত

সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের তুরাইফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। আজ সোমবার গালফ নিউজ জানিয়েছে, ওই অঞ্চলটির তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরো রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তরাঞ্চলে বরফ জমার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঠান্ডা আবহাওয়া দীর্ঘস্থায়ী হতে পারে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, তুরাইফে একটি শক্তিশালী ঠান্ডা বায়ুমণ্ডলীয় প্রবাহ সক্রিয় রয়েছে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যেতে পারে। শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এই তাপমাত্রা।

সৌদি আরবে এমন প্রবল ঠান্ডা সাধারণত বিরল। তবে আজ সোমবার সকালে গাছপালার ওপর বরফের কণা জমতে দেখা গেছে। যেসব অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেসব এলাকার বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, দেশের সবচেয়ে বড় পূর্ব প্রদেশের দক্ষিণ অংশে ঘন কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যময়তা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’