হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন বিমান হামলায় নিহত ২ শতাধিক

ইয়েমেন উত্তরাঞ্চলের সা’দা শহরের একটি অস্থায়ী বন্দী শিবিরে বিমান হামলায় ২০০ জনেরও অধিক নিহত হয়েছেন। স্থানীয় সেভ দা চিলড্রেন হতাহতের এই সংখ্যা জানিয়েছে। খবর দা গার্ডিয়ানের। তবে ডাক্তারদের আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস বলছে মৃতের সংখ্যা ৭০ জনের মতো। 

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে ডক্টরস উইদাউট বর্ডারস এবং রেড ক্রস। 

তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হুতি বিদ্রোহীদের সামরিক ঘাঁটি। এর আগে গত সোমবার হুতি বিদ্রোহীরা জোটের অন্যতম সদস্য আরব আমিরাতে এবং তার পরপরই সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

হুতি গোষ্ঠী প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, শ্রমিকেরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ টেনে বের করছে। 

ইয়েমেনের রেড ক্রসের মুখপাত্র বশির ওমর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃতের সংখ্যা এখনো বাড়ছে বলে জানিয়ে বলেছেন, ‘অন্তত ১০০ জন নিহত হয়েছেন...এবং সংখ্যা ক্রমশ বাড়ছে।’ 

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দেশটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি বেসরকারি সংস্থার বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

একটি বেসরকারি সংস্থার নেটব্লক্সের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি জোট হোদেইদায় বিমান হামলা চালানোর পর পুরো ইয়েমেন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলার সময় রাষ্ট্রীয় ইন্টারনেট সরবরাহকারী সংস্থা টেলিইয়েমেনের ভবন ক্ষতিগ্রস্ত হয়। টেলিইয়েমেন বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। 

ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সাল থেকেই এই বিদ্রোহী দলটির দখলে রয়েছে। 

ঘটনার বিস্তারিত না জানিয়ে নেটব্লক্সের পক্ষ থেকে আরও বলা হয়, টেলিকম ভবনে বিমান হামলার পরে ইয়েমেন একটি ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। 

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে