হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীর সংযুক্ত করতে পরিকল্পনা বাস্তবায়ন করছেন ইসরায়েলি অর্থমন্ত্রী: প্রতিবেদন

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নিতে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বেজালেল স্মতরিচ। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আরোনাথ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরের প্রকৃত সংযুক্তির দিকে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বেজালেল স্মতরিচ তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন। 

হিব্রু সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মতরিচ প্রকৃত সংযুক্তির লক্ষ্যে তাঁর পদক্ষেপের অংশ হিসেবে পশ্চিম তীর নিয়ন্ত্রণের বর্তমান বাস্তবতা পরিবর্তন করছেন। এতে আরও বলা হয়, ইসরায়েলের বর্তমান সরকারের বিশ মাস মেয়াদে স্মতরিচ পশ্চিম তীরে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যকার পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। 

ইয়েদিওথ আরোনাথের প্রতিবেদনে আরও বলা হয়, প্রকৃত ঐতিহাসিক পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে ঘটে এবং মাঠে এটি একটি অপরিবর্তনীয় বাস্তবতায় পরিণত হয়। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে পশ্চিম তীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সিদ্ধান্ত এখন স্মতরিচের হাতে। এখন নেতানিয়াহুর সামনে একটাই উপায় তাঁকে বাঁধা না দিয়ে সমর্থন করে যাওয়া। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মতরিচ পশ্চিম তীরে তাঁর দুই মন্ত্রণালয়কে (অর্থ ও প্রতিরক্ষা) একজোড়া সাঁড়াশির মতো ব্যবহার করেছিলেন। অর্থাৎ, তিনি অর্থ ও অস্ত্র উভয় বিষয়কে পশ্চিমে তাঁর পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করেছেন। তবে কীভাবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি। 

প্রতিবেদন অনুসারে, বেজালেল স্মতরিচ মূলত ২০১৭ সাল থেকেই এই পরিকল্পনা করে আসছেন। সে সময় তিনি যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা পরিবর্তন হয়নি। বিশেষ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পতন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ এবং জর্ডান নদী ও ভূমধ্যসাগরের মাঝামাঝি ভূখণ্ডে বসবাসকারী ৭০ লাখ ফিলিস্তিনিকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেওয়া, যাতে তারা হয় যুদ্ধে মারা যাও, নয়তো বিদেশ চলে যাও কিংবা চিরকালের জন্য দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যাও।

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব