হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ড: নিহত বেড়ে ৯০ 

গাজার খান ইউনিস অঞ্চলের আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৯০। এই হত্যাযজ্ঞের সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৩ শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। জায়গাটি তাঁবুতে পরিপূর্ণ। এর আগে ইসরায়েল এই জায়গাকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল। 

গাজা স্বাস্থ্যসেবা বিভাগের বরাত দিয়ে আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমানগুলো আল-মাওয়াসি এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা চালায়। যার ফলে এর আগে, ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হতাহতদের সরিয়ে নেওয়ার সময় উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স ক্রুসহ শ খানেক মানুষ নিহত ও তিন শতাধিক আহত হয়।

সব মিলিয়ে আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের অধিকাংশের অবস্থাই গুরুতর। গাজার পশ্চিমে সমুদ্র উপকূলে অবস্থিত একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৪৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮৮ হাজার ৪৮১ জন। আশঙ্কা করা হচ্ছে, আরও অন্তত ১০ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত