হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ড্রোন হামলায় সিরিয়ায় নারী নিহতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও। ইরানি ড্রোন হামলায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশে একজন বেসামরিক নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এটি এই সংঘাতের বাইরে প্রথম প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার একটি ড্রোন তার্তুসের এক গ্রামীণ এলাকায় এক নারীর বাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়, যাতে তিনি নিহত হন। সংস্থাটি ধারণা করছে, ড্রোনটি সম্ভবত ইরানের পক্ষ থেকে ছোঁড়া হয়েছিল।

এএফপি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষের ফলে সিরিয়ার আকাশেও ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়তে দেখা গেছে, যেগুলোর মধ্যে কিছু প্রতিহত করা গেলেও বেশ কয়েকটি বিভিন্ন অঞ্চলে বিস্ফোরিত হয়েছে।

সিরিয়া দীর্ঘদিন ধরে ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধের একটি প্রধান ক্ষেত্র হয়ে রয়েছে। ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান সরাসরি সংঘাত পরিস্থিতি সিরিয়াকেও নতুন করে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে।

এই মৃত্যুর ঘটনা সিরিয়ায় যুদ্ধ বিস্তারের শঙ্কাকে আরও ঘনীভূত করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি এক গুরুতর সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’