হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ড্রোন হামলায় সিরিয়ায় নারী নিহতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও। ইরানি ড্রোন হামলায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশে একজন বেসামরিক নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এটি এই সংঘাতের বাইরে প্রথম প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার একটি ড্রোন তার্তুসের এক গ্রামীণ এলাকায় এক নারীর বাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়, যাতে তিনি নিহত হন। সংস্থাটি ধারণা করছে, ড্রোনটি সম্ভবত ইরানের পক্ষ থেকে ছোঁড়া হয়েছিল।

এএফপি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষের ফলে সিরিয়ার আকাশেও ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়তে দেখা গেছে, যেগুলোর মধ্যে কিছু প্রতিহত করা গেলেও বেশ কয়েকটি বিভিন্ন অঞ্চলে বিস্ফোরিত হয়েছে।

সিরিয়া দীর্ঘদিন ধরে ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধের একটি প্রধান ক্ষেত্র হয়ে রয়েছে। ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান সরাসরি সংঘাত পরিস্থিতি সিরিয়াকেও নতুন করে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে।

এই মৃত্যুর ঘটনা সিরিয়ায় যুদ্ধ বিস্তারের শঙ্কাকে আরও ঘনীভূত করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি এক গুরুতর সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি