হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ড্রোন হামলায় সিরিয়ায় নারী নিহতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও। ইরানি ড্রোন হামলায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশে একজন বেসামরিক নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এটি এই সংঘাতের বাইরে প্রথম প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার একটি ড্রোন তার্তুসের এক গ্রামীণ এলাকায় এক নারীর বাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়, যাতে তিনি নিহত হন। সংস্থাটি ধারণা করছে, ড্রোনটি সম্ভবত ইরানের পক্ষ থেকে ছোঁড়া হয়েছিল।

এএফপি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষের ফলে সিরিয়ার আকাশেও ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়তে দেখা গেছে, যেগুলোর মধ্যে কিছু প্রতিহত করা গেলেও বেশ কয়েকটি বিভিন্ন অঞ্চলে বিস্ফোরিত হয়েছে।

সিরিয়া দীর্ঘদিন ধরে ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধের একটি প্রধান ক্ষেত্র হয়ে রয়েছে। ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান সরাসরি সংঘাত পরিস্থিতি সিরিয়াকেও নতুন করে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে।

এই মৃত্যুর ঘটনা সিরিয়ায় যুদ্ধ বিস্তারের শঙ্কাকে আরও ঘনীভূত করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি এক গুরুতর সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল