হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ড্রোন হামলায় সিরিয়ায় নারী নিহতের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও। ইরানি ড্রোন হামলায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশে একজন বেসামরিক নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এটি এই সংঘাতের বাইরে প্রথম প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার একটি ড্রোন তার্তুসের এক গ্রামীণ এলাকায় এক নারীর বাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়, যাতে তিনি নিহত হন। সংস্থাটি ধারণা করছে, ড্রোনটি সম্ভবত ইরানের পক্ষ থেকে ছোঁড়া হয়েছিল।

এএফপি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষের ফলে সিরিয়ার আকাশেও ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়তে দেখা গেছে, যেগুলোর মধ্যে কিছু প্রতিহত করা গেলেও বেশ কয়েকটি বিভিন্ন অঞ্চলে বিস্ফোরিত হয়েছে।

সিরিয়া দীর্ঘদিন ধরে ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধের একটি প্রধান ক্ষেত্র হয়ে রয়েছে। ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান সরাসরি সংঘাত পরিস্থিতি সিরিয়াকেও নতুন করে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে।

এই মৃত্যুর ঘটনা সিরিয়ায় যুদ্ধ বিস্তারের শঙ্কাকে আরও ঘনীভূত করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি এক গুরুতর সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস