হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে মসজিদে গুলিতে হতাহত ৬

লেবাননে একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে দেশটির বেকা উপত্যকায় পূর্বাঞ্চলীয় বার ইলিয়াস শহরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

সন্দেহভাজন বন্দুকধারী বর্তমানে নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছে। গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে, ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, লেবাননের সেনাবাহিনী ও সন্দেহভাজন বন্দুকধারীর মধ্যে পরে আরও বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গোলাগুলিতে বন্দুকধারী আহত হন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত অব্যাহত থাকায় বর্তমানে সেনাবাহিনী জায়গাটি ঘিরে রেখেছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তি ও আহত পাঁচজন সবাই সিরিয়ার নাগরিক। শহরটি অনেক সিরীয় শরণার্থীর আবাসস্থল, যারা তাদের দেশের ১২ বছরের সংঘাত থেকে পালিয়ে এসেছিল।

লেবাননে এক মিলিয়নেরও বেশি সিরীয় উদ্বাস্তু রয়েছে এবং ২০১৯ সালের অক্টোবরে লেবাননের অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর থেকে সিরিয়াবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

এই পতনের মূলে রয়েছে কয়েক দশক ধরে দেশটির শাসকশ্রেণির দুর্নীতি ও অব্যবস্থাপনা। দেশের ছয় মিলিয়ন মানুষের তিন-চতুর্থাংশ দারিদ্র্যের মধ্যে বাস করে।

ইউনিসেফের মতে, লেবাননের শিশু ও কিশোরেরা প্রায়ই তাদের বাড়িতে ও আশপাশে বন্দুক সহিংসতার শিকার হয়। ২০২১ সালের প্রথম পাঁচ মাসে ১২ বছরের কম বয়সী পাঁচ শিশু সশস্ত্র সংঘর্ষ, ব্যক্তিগত বিরোধ বা উদ্‌যাপনের জন্য ছোড়া বন্দুকের গুলিতে নিহত বা আহত হয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার