হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে মসজিদে গুলিতে হতাহত ৬

লেবাননে একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে দেশটির বেকা উপত্যকায় পূর্বাঞ্চলীয় বার ইলিয়াস শহরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

সন্দেহভাজন বন্দুকধারী বর্তমানে নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছে। গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে, ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, লেবাননের সেনাবাহিনী ও সন্দেহভাজন বন্দুকধারীর মধ্যে পরে আরও বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় গোলাগুলিতে বন্দুকধারী আহত হন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত অব্যাহত থাকায় বর্তমানে সেনাবাহিনী জায়গাটি ঘিরে রেখেছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তি ও আহত পাঁচজন সবাই সিরিয়ার নাগরিক। শহরটি অনেক সিরীয় শরণার্থীর আবাসস্থল, যারা তাদের দেশের ১২ বছরের সংঘাত থেকে পালিয়ে এসেছিল।

লেবাননে এক মিলিয়নেরও বেশি সিরীয় উদ্বাস্তু রয়েছে এবং ২০১৯ সালের অক্টোবরে লেবাননের অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর থেকে সিরিয়াবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

এই পতনের মূলে রয়েছে কয়েক দশক ধরে দেশটির শাসকশ্রেণির দুর্নীতি ও অব্যবস্থাপনা। দেশের ছয় মিলিয়ন মানুষের তিন-চতুর্থাংশ দারিদ্র্যের মধ্যে বাস করে।

ইউনিসেফের মতে, লেবাননের শিশু ও কিশোরেরা প্রায়ই তাদের বাড়িতে ও আশপাশে বন্দুক সহিংসতার শিকার হয়। ২০২১ সালের প্রথম পাঁচ মাসে ১২ বছরের কম বয়সী পাঁচ শিশু সশস্ত্র সংঘর্ষ, ব্যক্তিগত বিরোধ বা উদ্‌যাপনের জন্য ছোড়া বন্দুকের গুলিতে নিহত বা আহত হয়েছে।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান