হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শিশুদের দাতব্য সংস্থা

ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাজায় অবস্থিত ফিলিস্তিনি শিশুদের জন্য ত্রাণ তহবিলের (পিসিআরএফ) সর্বশেষ কার্যালয়। আজ রোববার এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়। 

সংস্থাটি পোস্টে কার্যালয় ভবনের ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে বলে, তারা কৃতজ্ঞ যে ‘এই বোমা হামলায় কেউ নিহত বা গুরুতর আহত হয়নি।’ এর আগের মাসগুলোতে ইসরায়েলি বিমান হামলায় আরও দুটি কার্যালয় ধ্বংস হয়ে গেছে। 
 
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সুবিধাবঞ্চিত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে মানবতাবাদীরা পিসিআরএফ প্রতিষ্ঠা করে। সংস্থাটি জানায়, তারা ওই সব আহত ও অসুস্থ শিশুদের সেবা দিয়ে থাকে, যারা স্থানীয় চিকিৎসাব্যবস্থা থেকে বঞ্চিত। 

এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন মার্কিন এক দাতব্য সংস্থার ফিলিস্তিনি কর্মী মুসা শাওয়া। গাজার দেইর আল-বালাহে তাঁর আশ্রয়কেন্দ্রে থাকার সময়ই তিনি নিহত হন বলে জানায় বেসরকারি সংস্থা আনেরা। 

ফিলিস্তিন, জর্ডান ও লেবাননের শরণার্থীদের সহযোগিতা করে থাকে আনেরা। প্রতিষ্ঠানটি জানায়, গত শুক্রবার মুসা শাওয়াকে হত্যা করা হয়। যদিও ‘হামলার মাত্র কয়েক দিন আগেসহ বেশ কয়েকবার তাঁকে রক্ষার উদ্দেশ্যে তাঁর আশ্রয়ের স্থানাঙ্ক সরবরাহ করা হয়েছিল।’ 

সংস্থাটি আরও বলে, গাজা যুদ্ধে নিহত মার্কিন মানবিক ত্রাণ সংস্থার পঞ্চম সদস্য শাওয়া।

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না