হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পূর্ব জেরুজালেমের পুলিশের গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত 

পূর্ব জেরুজালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘাতের সময় এ ঘটনা ঘটে। রমজান মাসে ইসরায়েল–অধিকৃত অঞ্চলে এজাতীয় প্রাণহানির ঘটনা এই প্রথম।

১২ বছর বয়সী রামি হামদান আল-হালহুলি পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল বলে দাবি করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় রামি। 

পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘আজ রাতের সহিংস গোলযোগের সময়, সীমান্ত পুলিশ কর্মকর্তা একজন সন্দেহভাজনকে লক্ষ্য করে একটি গুলি চালান। সে তাদের দিকে লক্ষ্য করে আকাশে আতশবাজি ফাটানোর সময় বাহিনীকে বিপদের মুখে ফেলে। সন্দেহভাজনকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয় এবং চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।’ 

পুলিশ পরে বার্তা সংস্থা এএফপিকে জানায়, আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। 

ইসরায়েলের সীমান্ত পুলিশ ইউনিট আগে থেকেই ওই শিবিরে মোতায়েন ছিল। পুলিশের এই দল ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরকে পৃথককারী দেওয়ালে অবস্থান করে।

গত সোমবার থেকে মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’