হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চলছে, তবু নিরব বিশ্ব: কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’ 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’ 

এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’ 

একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য। 

সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের