হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চলছে, তবু নিরব বিশ্ব: কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’ 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’ 

এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’ 

একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য। 

সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার