হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় গুরুতর ত্রুটির অভিযোগে ইসরায়েলের ২ কর্মকর্তা বরখাস্ত

গাজায় বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত ও শীর্ষ কমান্ডারদের তিরস্কার করেছে ইসরায়েল। এ ঘটনার তদন্তে অভিযুক্তদের গুরুতর ত্রুটি ও পদ্ধতি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গত সোমবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণ সরবরাহকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের বন্দুকধারী হামাস সদস্য ভেবে তাঁদের গাড়িবহরে ড্রোন হামলা চালায়। এ হামলায় কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে তদন্তে উঠে আসে। 

গত শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলে, ‘ত্রাণ সরবরাহকারীদের গাড়িতে হামলা একটি গুরুতর ভুল। ভুল শনাক্তকরণ, সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের পরিপন্থী আক্রমণের মতো গুরুতর ব্যর্থতা এর জন্য দায়ী।’ 

গত সোমবার গাজায় ত্রাণসহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) গাড়িবহরের ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে সাত ত্রাণকর্মীর মৃত্যু হয়। নিহত দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটির ওপর হামলা করা হয়। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডর দিয়ে আনা ১০০ টন খাদ্যসহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি। 

ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মী হলেন—যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। 

গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়ে বলেন, গাজার বেসামরিক নাগরিক ও ত্রাণ সহায়তাকর্মীদের হত্যা বন্ধ না হলে হামাসবিরোধী লড়াইয়ে ইসরায়েলকে আর সহায়তা দেবে না তাঁর দেশ। যুদ্ধের আগে থেকেই ত্রাণের ওপর নির্ভরশীল ছিল এ অঞ্চলের মানুষ। ছয় মাস ধরে চলমান এই যুদ্ধের কারণে অঞ্চলটিতে অনাহারে ধুঁকছে লাখো মানুষ। 

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন বেশ সতর্কভাবে ইসরায়েলের তদন্ত পর্যালোচনা করছে। ইসরায়েল কী কী পদক্ষেপ নিচ্ছে, তা তারা অত্যন্ত সতর্কভাবেই দেখবে। 

ব্রাসেলসে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইসরায়েল এ ঘটনার সম্পূর্ণ দায় নিচ্ছে। দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়াটাও গুরুত্বপূর্ণ। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, এ ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে, তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে ডব্লিউসিকে বলেছে, ‘তারা যদি পদ্ধতিগত পরিবর্তন আনতে না পারে, তাহলে তাদের সামরিক ব্যর্থতা বাড়বে, আরও ক্ষমা চাইতে হবে এবং আরও শোকার্ত পরিবার থাকবে।’ 

ডব্লিউসিকে এর প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস অভিযোগ করে বলেন, নিহত সাত কর্মীকে পদ্ধতিগতভাবে গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে। 

সামরিক বাহিনী জানায়, তারা কর্নেল পদের এক ব্রিগেড-প্রধান ও একজন ব্রিগেড ফায়ার সহকারী অফিসারকে বরখাস্ত করেছে। এ ছাড়া তারা সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছেন। সম্ভাব্য অপরাধ তদন্ত বিবেচনা করার জন্য মামলাটি সামরিক অ্যাডভোকেট জেনারেলের কাছেও হস্তান্তর করা হয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার