হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় এক বছরে নিহত ৪৬ হাজার

গত বছরের অক্টোবর থেকে চলা সংঘাতে সাময়িক বিরতি দিল হিজবুল্লাহ ও ইসরায়েল। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে, প্রতিবেশী দেশ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ২ হাজার ৭১০ জন। সব মিলিয়ে অঞ্চল দুটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। এর ফলে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় বিগত ১ বছরের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২০ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এদিকে, গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। এতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ১২ হাজার ৫৯২ জন আহত হয়েছে।

এদিকে, জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।

ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণসহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএকে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।

ইসরায়েলি পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএকে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণসহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।

গতকাল সোমবার এই বিল পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো, যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্যসংকটে ভুগছে। এই বিল পাসের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান, তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার