হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় এক বছরে নিহত ৪৬ হাজার

গত বছরের অক্টোবর থেকে চলা সংঘাতে সাময়িক বিরতি দিল হিজবুল্লাহ ও ইসরায়েল। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে, প্রতিবেশী দেশ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ২ হাজার ৭১০ জন। সব মিলিয়ে অঞ্চল দুটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। এর ফলে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় বিগত ১ বছরের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২০ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এদিকে, গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। এতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ১২ হাজার ৫৯২ জন আহত হয়েছে।

এদিকে, জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।

ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণসহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএকে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।

ইসরায়েলি পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএকে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণসহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।

গতকাল সোমবার এই বিল পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো, যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্যসংকটে ভুগছে। এই বিল পাসের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান, তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’