হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমদ আল-শারা দেশের সাংবিধানিক ঘোষণাপত্রের খসড়া তৈরির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। এই খসড়া সাংবিধানিক ঘোষণাপত্র দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকার পরিচালনার পন্থা নির্ধারণ করবে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ শেষে গত বছরের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ পরিবারের পাঁচ দশকের দমনমূলক শাসনের অবসান হয়। এর পর দেশটির দায়িত্ব গ্রহণ করে বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা। দায়িত্ব গ্রহণের পর থেকেই সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের প্রচেষ্টা করছে।

সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে একজন নারীও আছেন। এই কমিটির দায়িত্ব হবে অন্তর্বর্তী সময়ের নিয়ন্ত্রক সাংবিধানিক ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘কমিটি তাদের প্রস্তাব প্রেসিডেন্টের কাছে জমা দেবেন।’ তবে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার নেতৃত্বদানকারী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান আহমদ আল-শারাকে জানুয়ারির শেষ দিকে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আসাদ আমলের সংবিধান বাতিল করেছে এবং আল-শারা জানিয়েছেন, নতুন সংবিধান প্রণয়নে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে।

জানুয়ারির শেষ দিকে, আল-শারা একটি ‘সাংবিধানিক ঘোষণাপত্র’ প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনার ক্ষেত্রে ‘আইনি ভিত্তি’ হিসেবে কাজ করবে। নতুন কমিটি ঘোষণার বিবৃতি সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় আরও বলেন, ‘সিরিয়ার জনগণের আইনের শাসনের ভিত্তিতে রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা এবং সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনের ফলাফলের ওপর ভিত্তি করে এই ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সময়ের আইনি কাঠামো প্রস্তুতের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এই সংবিধান বিষয়ক কমিটিতে আছেন—তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও সংবিধানিক আইনে ডক্টরেট ডিগ্রি নেওয়া আবদুল হামিদ আল-আওয়াক, দামেস্ক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ইয়াসির আল-হুয়াইশ, আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ ও আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ইসমাইল আল-খালফান, ইদলিব বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে ডক্টরেট ডিগ্রি নেওয়া মোহাম্মদ রেদা জলখি। কমিটির একমাত্র নারী সদস্য বাহিয়া মারদিনি। পেশায় সাংবাদিক এই নারী আইনে ডক্টরেট ডিগ্রিধারী। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।

এদিকে, গত সপ্তাহের সংলাপ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ‘একটি সাংবিধানিক কমিটি গঠন করা হবে, যা দেশের জন্য একটি স্থায়ী সংবিধানের খসড়া প্রস্তুত করবে, যাতে ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হয়, ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্যের মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় এবং আইন ও প্রতিষ্ঠানের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়।’

সিরিয়ার সংঘাতের সূচনা হয় ২০১১ সালে। বাশার আল-আসাদ সরকারবিরোধী বিক্ষোভ কঠোর হাতে দমন করেন। এই সংঘাত জটিল গৃহযুদ্ধে রূপ নেয়, যার ফলে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হন, আরও কয়েক মিলিয়ন মানুষকে দেশ ও দেশের বাইরে বাস্তুচ্যুত হয় এবং দেশের অর্থনীতি, অবকাঠামো ও শিল্প খাত চরমভাবে বিপর্যস্ত হয়।

উল্লেখ্য, বাশার আল-আসাদের পতনের পর গত ডিসেম্বরে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার আগামী ১ মার্চ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে এবং এরপর নতুন সরকার গঠিত হওয়ার কথা আছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা