হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে: জাতিসংঘ

ঢাকা: সারা বিশ্ব থেকে যুদ্ধবিরতির দাবি জোরদার হওয়ার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। বিমান হামলায় বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫০টি ভবন।

জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডি‌নেশন অব হিউমেনিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লেয়ার্ক বলেন, ৫৮ হাজার বাস্তুচ্যুতের মধ্যে ৪৭ হাজার মানুষ গাজায় জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ছয়টি হাসপাতাল, নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ ১৩২টি ভবন ধ্বংস হয়েছে এবং ৩১৬টি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬১টি শিশুসহ ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৫০০এর বেশি ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে ওষুধ সামগ্রী ও মেডিকেল সরঞ্জামের ঘাটতি রয়েছে। স্বেচ্ছায় রক্তদানের জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়া বিদ্যুৎ ও পানিরও স্বল্পতা তীব্র আকার ধারণ করেছে।

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে মানুষ। প্রতিবাদ হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও।

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, মন্তব্য খামেনির

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগাযোগবিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের