হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাস নির্মূলে ফিলিস্তিনের স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করছেন নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজার স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় নতুন করে আরও ৫২ ফিলিস্তিনির মৃত্যুর পর স্থানীয় গোষ্ঠীগুলোকে ব্যবহারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজার ভেতরে শক্তিশালী স্থানীয় গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছি আমরা। নেতানিয়াহু এই ভিডিও বার্তা প্রকাশের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগদোর লিবারম্যান তাঁর বিরুদ্ধে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহারের অভিযোগ তোলেন।

এই বক্তব্যের মধ্য দিয়ে ইসরায়েল সরকার প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করল, তারা গাজায় এমন কিছু সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। আল জাজিরার তথ্যমতে, এই গোষ্ঠীগুলো স্থানীয়ভাবে প্রভাবশালী পরিবারভিত্তিক। এর আগে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ত্রাণবাহী ট্রাকে লুটপাটের অভিযোগ তুলেছিল হামাস ও অন্য মানবাধিকার সংগঠনগুলো। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলোই এ ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নেতানিয়াহুর ইঙ্গিত করা এই গোষ্ঠীগুলোর একটি হচ্ছে ‘পপুলার ফোর্সেস’, মূলত দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে কার্যক্রম পরিচালনা করে এই গোষ্ঠীটি। ইয়াসের আবু শাবাব নামের এক ব্যক্তি এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন।

গত মাসে ইসরায়েলি দৈনিক হারেৎজ এই গোষ্ঠীর কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এই গোষ্ঠীকে ‘অ্যান্টি-টেরর সার্ভিস’ বা জঙ্গিবিরোধী সেবা নামে উল্লেখ করা হয়েছিল। গাজার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শতাধিক সশস্ত্র সদস্য নিয়ে চলছে পপুলার ফোর্সেসের কার্যক্রম।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএফএইচ) বিতরণ কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিল আবু শাবাব গোষ্ঠী। তবে, এ জন্য সরকারের কোনো অনুমোদন তারা নেয়নি বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

নতুন এই মানবিক সংগঠন ঘিরেও শুরু থেকেই বিতর্ক চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএফএইচের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। এদিকে, জিএইচএফ এখনো তাদের অর্থের উৎস সম্পর্কে তথ্য দেয়নি।

এদিকে, এই গোষ্ঠীর হাতে ইসরায়েলি অস্ত্র তুলে দেওয়া নিয়েও ইসরায়েলি মন্ত্রিসভা ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বিরোধ রয়েছে। অনেকের মতে, এই গোষ্ঠীগুলো মূলত অপরাধী গোষ্ঠী। এদের হাতে অস্ত্র তুলে দেওয়া মোটেই ঠিক হচ্ছে না। তবে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্য— হামাসকে পরাস্ত করতে এই গোষ্ঠীগুলো ইসরায়েলকে সাহায্য করতে পারবে।

পালিয়ে গেছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা, সৌদিতে সংলাপে গিয়ে উধাও তাঁর গোষ্ঠীর নেতারা

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭